শ্রী শ্রী ভৈরবী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠ পরিদর্শনে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

শ্রী শ্রী ভৈরবী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠ পরিদর্শনে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে শ্রী শ্রী ভৈরবী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। কুমারী পূজা আয়োজন উপলক্ষে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি মন্ডপের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, দুর্গাপূজা আয়োজনের জন্য সিলেট সিটি কর্পোরেশন থেকে সব মণ্ডপে আর্থিক অনুদান প্রদান ছাড়াও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করাসহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। পূজা আয়োজনে সিটি কর্পোরেশন সাধ্যমতো সব ধরনের সহযোগিতা করবে।
পরিদর্শনকালে শ্রী শ্রী ভৈরবী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু দাশ, সিটি কর্পোরেশনের প্রধান প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর