কোম্পানীগঞ্জে জামায়াতের বিশাল সমাবেশ-বিক্ষোভ

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

কোম্পানীগঞ্জে জামায়াতের বিশাল সমাবেশ-বিক্ষোভ

মো. মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় /জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা সদর হাইস্কুল মাঠে বিক্ষোভ মিছিল শেষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সিলেট-৪ এর সাংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন বক্তৃতা পেশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সীমান্ত জনপদ কোম্পানীগঞ্জ উপজেলার সমাবেশে আগত সকল জনসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘ ১৫টি বছর বাংলাদেশের জনগণের দিনের ভোট রাতে হরণসহ দূর্বিসহ ইতিহাস তুলে ধরেন। জুলাই ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে আবু সাঈদের বুক পাথা আর পুলিশের নির্মম গুলিতে সারা বাংলাদেশে আন্দোলনের অগ্নিশিখায় অবশেষে হাসিনা সরকার ভারতে পালিয়েছে আর পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে।
তিনি সকল জুলাই শহীদদের সনদ, গণহত্যার বিচারের সুনির্দিষ্ট নীতিমালা, পি,আর পদ্ধতিসহ সকল দাবির বাস্তবায়নের রূপরেখা তৈরি করণসহ দলীয় ৫ দফা বাস্তবায়নের জন্য অন্তর্বতী সরকারের প্রতি আহবান জানান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা তিনটায় সদর হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান এর সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি মাওলানা আলী আব্বাস, মোঃ আবু তোরাব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা রফিক আহমদ, সাবেক আমির আজমান আলী, মাষ্টার আবুল খায়ের, জামায়াত নেতা আব্দুল হেকিম, আবু জাফর দোলন, পেশাজীবী পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি আল আমিন খান, যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন এমাদ, ছাত্র শিবির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মইনুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মোঃ রুবেল আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন ইউ/পি শাখা জামায়াতের সভাপতি জুয়েল আমিন, হাজী জমসিদ,নজরুল ইসলাম,আজির উদ্দিন,রহিম উদ্দিন, আব্দুল কাইয়ুম, ইউ/পি শাখা সেক্রেটারি সফির উদ্দিন, প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর