ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
আগামী ৭ অক্টোবরের মধ্যে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা ও টমটম চলাচল বন্ধ করতে হবে। অন্যতায় ৮ অক্টোবর থেকে নগরীতে কোনো ধরনের পরিবহণ না চালানোর ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে এবং সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, লেগুনা ও চালকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে তিনি বলেন, যারা সম্প্রতি বিক্ষোভ মিছিলের নাম করে আমাদের শ্রমিকদের উপর হামলা করেছে, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন ভাঙচুর করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ৭ অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতার ও ব্যাটারিচালিত রিকশা- টমটম চলাচল বন্ধ না করলে সিলেটের রাজপথে কোনো যানবাহন চলবেনা।
তিনি বলেন, যাদের ইন্ধনে বুধবারের হামলা হয়েছে তাদের খোঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। ব্যাটারিচালিত রিকশা ও টমটম দুর্ঘটনা এবং যানজটের জন্য দায়ী। তাদের কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে আমরা স্বাগত জানাই।
সমাবেশে পরিবহণ খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ৮ অক্টোবরের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host