কোম্পানীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালন

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

কোম্পানীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে সাদাপাথরে আগত পর্যটকদের জন্য নৌকা ভাড়ায় ২৫% ছাড় দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও প্রতিবন্ধী এবং শিশুদের জন্য এদিন ফ্রীতে নৌকা দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ময়লার ঝুড়ি রাখে উপজেলা প্রশাসন।
শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে সাদাপাথর পর্যটন বাজারে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের নাজির ময়নুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর অভিরঞ্জন দেব, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নাফ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাদাপাথর পর্যটন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সফাত উল্লাহ, সাদাপাথর ফটোগ্রাফি ক্লাবের সভাপতি আকবর রেদওয়ান মনা, ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক কবির আহমদ, মাজি সমিতির সহ সভাপতি আইনুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, সাংবাদিক ফখর উদ্দিন, সোহরাব আহমদ, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির, পর্যটন ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল আহমদ, সিনিয়র সহ সভাপতি লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, ব্যবসায়ী ইব্রাহিম আলী, আশরাফুল ইসলাম খোকন, সালাহ উদ্দিন, নুরুজ আলী, সোহেল আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পর্যটনের উন্নয়নে ও পর্যটকদের নিরাপত্তার জন্য নানান প্রস্তাবনা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয় আলোচনা সভায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‌্যালী ও ডাস্টবিন স্থাপন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর