ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ সালের নির্বাচনে সম্ভাব্য পরিচালক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন অয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হুসেইন। সিলেট ব্যবসায়ী ফোরাম’র হয়ে তিনি নির্বাচন করবেন- বিশ^স্ত সূত্রে এমনটি নিশ্চিত হওয়া গেছে। ইমরান হুসেইন শুধু পুরাদস্তুর একজন ব্যবসায়ীই নন। একাধারে তিনি জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ)’র কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিএবি)’র সদস্য, উদ্যোক্তা উন্নয়ন কমিটি (ইউসেপ) সিলেটের সভাপতি, ওয়ার্ল্ড পোল্ট্রি সাইন্স এসোসিয়েশন (ওয়াপসা)’র সদস্য, অয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক, বড় বাজার সমাজ কল্যাণ পরিষদের প্রচার এবং প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ডায়বেটিস সমিতির আজীবন সদস্য এবং বিপিআইসিসি’র সদস্য।
সিলেটের সবচেয়ে বড় এই ব্যবসায়ী সংগঠনকে আধুনিকায়ন ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে এই প্রতিবেদককে ইমরান বলেন, আপনারা জানেন যে- সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি শীর্ষস্থানীয় অলাভজনক বাণিজ্য সংগঠন। যা ১৯৬৬ সালে সিলেটের ক্লিন ইমেজের ও নিবেদিত প্রাণ ব্যবসায়ীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সংগঠনটি তার জন্মলগ্ন থেকে ব্যবসা, বাণিজ্য, শিল্প, কৃষি ও উৎপাদন খাতের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেইসাথে সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে আসছে। সংগঠনটি স্থানীয় এবং বিদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতা প্রদান করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও বিশেষ ভূমিকা পালন করে আসছে। এমন একটি সংগঠনের সাথে নিজেকে যুক্ত করতে পারাটা নিজের সফলতা হিসেবে দেখছেন ইমরান।
তিনি বলেন, প্রাণের এই সংগঠনটিকে ব্যবসা বান্ধব করতে যা যা করার দরকার, তিনি তাই করবেন। চেম্বারের কার্যক্রম জনসম্মুখে তুলে ধরতে সংগঠনিকে আধুনিকায়ন করে গড়ে তুলবেন। প্রযুক্তির দিক দিয়ে সংগঠনটিকে এগিয়ে নিতে পারলে ব্যবসায়ীরা এর যথেষ্ট সুফল ভোগ করতে পারবেন। নিজস্ব অনলাইন মাধ্যমে চেম্বারের কার্যক্রম পরিচালিত হলে ব্যবসায়ীদের সাথে কমিউনিকেশন করাটা একদম সহজ হয়ে উঠবে। ব্যবসায়ীরা তাদের অভিমত, অভিযোগ, সুখ-দুঃখ ইত্যাদি ওই অনলাইন মাধ্যমে চেম্বার কর্তৃপক্ষকে দ্রুত জানাতে পারবেন। সেইসাথে কর্তৃপক্ষও তাদের সাথে দ্রুত সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্তগ্রহণসহ যেকোনো কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারবেন।
ইমরান বলেন, সংগঠনটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তিনি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশষ ভূমিকা রাখতে চান। বাণিজ্যখাতে সরকারের যেকোনো নীতি প্রণয়নে ব্যবসায়ীদের মুখপাত্র হয়ে সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের সাথে আলোচনায় বসে ব্যবসায়ীদের দাবি-দাওয়া উত্থাপন করতে চান। আমদানি-রফতানি খাতে ব্যবসায়ীদের স্বার্থ বিনষ্ট হয় সরকারের এমন সিদ্ধান্তে আলোচনার মাধ্যমে প্রতিরোধ করা ও ব্যবসায়ীদের সুবিধার কথা তুলে ধরতে চান। সেইসাথে স্থানীয় বাজার সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবসায়ীদের নিয়ে এক বা একাধিক বৈঠকের মাধ্যমে তা বাস্তবায়নে যথেষ্ট ভূমিকা রাখারও মত ব্যক্ত করেন।
এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করে বাবুল বলেন, প্রার্থীতা ঘোষণা করলেই বিজয়ী হওয়া যায় না। সেক্ষেত্রে ব্যবসায়ীদের আস্থা ও ভোটের মাধ্যমে বিজয়ী হতে হয়। পরিচালক পদে জয় লাভের জন্য তিনি সকল ব্যবসায়ীদের রায় ও সহযোগিতা কামনা করেন।
জানা যায়, ইমরান হুসেইন একজন পরোপকারী মানুষ। সামাজিক উন্নয়নেও তাঁর অসামান্য ভূমিকা রয়েছে। অসহায় ও দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসা এই মানুষটি সব সময়ই ঝরে পড়াদের নিয়ে ভাবেন। তাদের পাশে দাঁড়ান এবং সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেন। শিক্ষা ক্ষেত্রেও তিনি পিছিয়ে যাননি। সমাজে শিক্ষার প্রসার বিস্তারে তিনি দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নিরক্ষর মানুষদের মাঝে শিক্ষার আলো ফোঁটাতেও তাঁর অবদান অনস্বীকার্য।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host