ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ছাতক থানা পুলিশ ও ছাতক সেনা ক্যাম্পের টহলরত সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে খুরমা গ্রামের মৃত আ. গফুর এর ছেলে আঃ খালিকে বসতবাড়ির খড়ের গাদার সামনে থেকে ০১টি দেশীয় রিভলবার, ০১টি পাইপ গান, ০২টি কার্তুজ এবং ০৭টি দেশীয় ধারালো অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা মূলে অস্ত্রগুলো থানা হেফাজতে নেয়া হয়।
ঘটনার বিষয়ে ছাতক থানায় জিডি (নং-১২৩৭, তারিখ-২৬/০৯/২০২৫) করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host