ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জের বৃহত্তর এলাকার ঐতিহ্যবাহী দয়ার বাজারের প্রাক্তন ব্যবসায়ী মেসার্স ফরিদ অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারী রহমত নগর কালীবাড়ি গ্রামের মুরব্বি হাজী ফরিদ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলাবাড়ী মাদ্রাসা মাঠে শতশত মুসল্লীদের অংশগ্রহণে মরহুমের ছোট ছেলে মাওলানা মাহমুদুল হাসান স্বপন এর ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে আত্মীয়/স্বজন মরহুমের লাশ কালীবাড়িস্থ পারিবারিক কবরস্থানে দাফন করেন। জানাজায় এলাকার উলামায়ে কেরাম, ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লীর উপচে পড়া উপস্থিতি ছিলো লক্ষনীয়!
এরআগে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেটস্থ মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস/ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ৪ মেয়ে নাতী/নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানা যায়, প্রয়াত হাজী ফরিদ মিয়া দীর্ঘকাল স্থানীয় বাজারে বৃহৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ব্যবসার সুবাদে গণমানুষের সাথে চলাফেরায় একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে সকল শ্রেনি পেশার মানুষের সাথে ছিলো অমায়িক হাসি মাখা আচরণ। ব্যবসার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আর্থিক সহায়তার কথা কলাবাড়ী মাদ্রাসা মাঠে জানাজা পূর্ব অনুভূতি প্রকাশকালে উলামায়ে কেরামদের কাছ থেকেও শুনা যায়।
পারিবারিক সূত্রে মরহুমের ভাতিজা সুজন মাহমুদ এমরান জানান, তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন কয়েকমাস ধরে পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।
উল্লেখ্য মরহুমের বড় ছেলে হানিফ মাহমুদ চুনাপাথর আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মীম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী, ২য় ছেলে সিলেট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য অ্যাডভোকেট রিপন মাহমুদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host