ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ট্যাংকি ধসে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ কর্মচারীরা মেডিকেল রোড অবরোধ করে রাখেন। প্রায় দেড় ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলেও কর্মচারিরা হুমকি দিয়েছে, আবারও তারা অবরোধসহ অন্যান্য কর্মসূচি নিয়ে রাজপথে নামবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরানো ভবনের একটি পানির ট্যাংকির সিলিং ধসে পড়ে। ওই সময় হাসতাপাতাল কর্মচারী সুমন আহমদ (৪২) মারাত্মক আহত হন। তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা মেডিকেল রোডে নেমে আসেন এবং ঘটনার সুষ্ঠ তদন্ত করে কর্তব্যে অবহেলার জন্য দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবিতে মিছিল দিতে থাকেন।
এসময় রাস্তার উভয় দিকে হাজারখানেক যানবাহন আটকা পড়ে। যাত্রী ও চালকরা প্রচন্ড গরমে অতিষ্ঠ অবস্থায় প্রায় দেড় ঘন্টা রাস্তায় কাটিয়ে দিতেবাধ্য হন। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধদের অবস্থা ছিল সবচেয়ে খারাপ।
অনেকে ব্যক্তিগতভাবে হাসপাতাল কর্মচারিদের অনুরোধ জানাতে থাকলেও কোনো কাজ হয়নি। আবার কেউ কেউ পুলিশে কল দিলেও তাৎক্ষনিক সাড়া পান নি বলেও অভিযোগ করেছেন আবুল কাশেম (৫০) নামক একজন যাত্রী।
তবে সন্ধ্যা পৌণে ৬টার দিকে কোতোয়ালী থানাপুলিশের একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন।
এরপর কর্মচারীরা অবরোধ প্রত্যাহার করে আলোচনায় বসেন। তারা মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব না পেলে ১০টা থেকে ফের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।
কর্মচারীদের দাবি দাওয়া, ছাদ ধসের কারণ ও কর্মচারির মৃত্যু নিয়ে কথা বলতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়াল জেনারেল ওমর রাশেদ মুনিরের মোবাইলে কল ও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, ঘটনার সুষ্ঠ তদন্ত, কর্তব্যে অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণই হচ্ছে আমাদের প্রধান দাবি। মঙ্গলবার সকাল ১০টার মধ্যে এসব দাবিদাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হলে আমরা আবারও সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন শুরু করবো।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host