ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৪ বোতল ভারতীয় মদসহ মোশারফ হোসেন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ছাতক পৌরসভার সুরমা পাড়া (দক্ষিণ মণ্ডলীভোগ) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের সুরমা পাড়া (দক্ষিণ মণ্ডলীভোগ) এলাকর প্রবাসী রিপা বেগমের বাসা (এ/৩ নং) এর নিচতলার ভাড়াটিয়া মোশারফ হোসেনের কক্ষে রাখা ২টি ট্রাভেল ব্যাগ ও ৩টি স্কুল ব্যাগ তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১০৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ৪৪,৮৭৫ মিলি লিটার এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
উদ্ধারকৃত মদের মধ্যে উল্লেখযোগ্য হলো এসি ব্ল্যাক (৩৭৫এমএল): ৩৩ বোতল, এমসি ডুয়েলস নাম্বার ওয়ান লাক্সারি (৩৭৫ এমএল): ২৪ বোতল, রয়েল স্টেজ ডিলাক্স হুইসকি (৭৫০এমএল): ২২ বোতল, আইন ভোদকা (৩৭৫এমএল): ২০ বোতল, এশিয়া৭২ এক্সট্রা স্ট্রং লার্জার বিয়ার (৬৫০এমএল): ৫ বোতল।
পরে পুলিশ আলামত জব্দ করে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪,সেশন২৫বি(১)(বি)(২) ধারায় ছাতক থানায় ৪২ নং মামলা রুজুকরে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host