পূজামণ্ডপ পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

পূজামণ্ডপ পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সিলেট মহানগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন আশ্রম, মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অষ্টমীর দিন বিকাল ৫টায় তিনি পূজামণ্ডপসমূহ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। সকলে মিলেমিশে একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে যেন এই উৎসব পালন করতে পারে, সেজন্য সিলেট সিটি কর্পোরেশন সর্বদা সচেষ্ট রয়েছে। আগামী দিনেও সকলের সহযোগিতায় আমরা আধুনিক ও পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজ আমরা এসেছি আপনাদের আনন্দে ভাগীদার হতে। সবকিছু যেন ঠিক থাকে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

তিনি আরো বলেন, সনাতন ধর্মমতে, দেবী দুর্গা এবার গজে (হাতি) চলে মর্ত্যে এসেছেন, যা শান্তি, সমৃদ্ধি এবং শুভ ইঙ্গিত বহন করে। আমরাও প্রত্যাশা করি, আগামী দিনে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। সনাতন ধর্মালম্বী সবাইকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা।

রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ জানান, বিগত দিনের তুলনায় এবার নগরী বেশি পরিচ্ছন্ন এবং যানজটও তুলনামূলকভাবে কম। পুণ্যার্থীরা উৎসবমুখর পরিবেশে মায়ের আরাধনা করছেন। পূজামণ্ডপে সিসিকের কর্মীরা সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। নগর ভবন থেকে নিয়মিতভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং খোঁজখবর নিচ্ছেন। এজন্য সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, সিলেট সিটি কর্পোরেশন প্রতিবারের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের পাশে দাঁড়িয়েছে। এবার নগরীর ৮০টি পূজামণ্ডপে নগদ ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে এবং কুমারী পূজা উপলক্ষ্যে আরো ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত নগরীতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। সার্বিক সহযোগিতার জন্য আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সিসিক, জেলা প্রশাসন, এসএমপিসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

পুজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সভপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে, কোষাধ্যক্ষ ও শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পূজা পরিচালনা কমিটির সভাপতি সৌমিত্র চৌধুরী শ্যামলু, সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক ফারুক আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর