ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আব্দুস সালাম এবং দৈনিক ইনকিলাবের সম্পাদকের নামে দায়ের করা ৫০ কোটি টাকার মানহানি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরি সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে কাজ করে থাকেন। অথচ, তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।
বক্তারা আরও বলেন, একই নিউজ একই দিন আরও কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশ হলেও শুধুমাত্র ইনকিলাবের সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করে বাদী মামলাটি উদ্দেশ্য প্রণোদিত বলে নিজেকে প্রমাণ করেছেন। তারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের করা শুধু ব্যক্তি নয়, সমগ্র সাংবাদিক সমাজকেই অপমানিত করার শামিল।
প্রেসক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, যদি এ ধরনের হয়রানি বন্ধ না হয়, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা একযোগে সাংবাদিকদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য এমআর টুনু তালুকদার, রোহেল উদ্দিন, নবীন সোহেল, সালেহ আহমদ সাকী, মিসবাহ উদ্দিন, বদরুল ইসলাম মহসিন ও শিক্ষানবিশ সদস্য আফজল মিয়া।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host