ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বুধবার (১অক্টোবর) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বুধবারিবাজার ও ধলাইব্রীজ পূর্ব পাড়ে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ফয়জুর রহমান। প্রধান উদ্বোধক ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির এবং বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ ফজল উদ্দীন।
প্রধান বক্তা ও সিলেট-৪ আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে জমিয়ত অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে।’
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুফতি রুহুল আমিন সিরাজী, জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ।
সভা সঞ্চালনা করেন ছাত্র জমিয়ত উপজেলা শাখার সাবেক অর্থ সম্পাদক মাওলানা মুফিজুর রহমান। মাওলানা মুফতি আব্দুল মুসাব্বির দোয়ার মাধ্যমে উক্ত নির্বাচনী সভা সমাপ্ত করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host