হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পূজামন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পূজামন্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে সুনামগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে ভক্তদের সাথে শুভেচ্ছা ও কোশল বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার নেতৃবৃন্দরা।
বুধবার (০১ অক্টোবর) মহা-নবমীর বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার ও সংগঠনের সদস্য সচিব সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে পৌর শহরের পশ্চিম নতুনপাড়া, পূর্ব নতুনপাড়া, ষোলঘরের রামকৃষ্ণ আশ্রম, শ্রী শ্রী দূর্গবাড়ি মন্দিরসহ বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু অজিত দাস, সদস্য সচিব রাজন তালুকদার, যুগ্ম আহবায়ক রমাকান্ত দাস, রামকৃষ্ণ তালুকদার সবুজ, সদর উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব এ্যাডভোকেট আশীষ দাস, দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিষ্ণুপদ সরকার, সদস্য রিনা তালুকদার ও সীমা সরকার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর