ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট চাইল্ড কেয়ার একাডেমি স্কুলে ২৪ এর মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) কিন্ডারগার্টেনের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়।
চাইন্ড কেয়ার একাডেমির প্রতিষ্টাতা সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক অ্যাডভোকেট সাহেদ আহমদ।
উপস্থিত ছিলেন যুবদল নেতা ইয়াহিয়া কামাল, আব্দুল করিম, আব্দুল কাদির মেম্বার, জাহেদ আহমদ, সুমন আহমদ, সুনাম উদ্দিন, শিক্ষিকা সুনিয়া আক্তার, শিক্ষিকা রোজিনা আক্তার, প্রমুখ।
পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি মাস্টার আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, আজ যারা বৃত্তি পেয়েছে, তারা নিঃসন্দেহে মেধাবী। ভবিষ্যতে দেশ পরিচালনায় তাদেরই ভূমিকা রাখতে হবে। এই প্রতিযোগিতা শুধু পুরস্কার নয়, বরং একটি প্রেরণা। যাতে তারা মেধার প্রতিযোগিতায় আরো এগিয়ে যেতে পারে। পরে মেধা বৃত্তি প্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host