ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে এসে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, লেঃ কর্নেল(অবঃ) সৈয়দ আলী আহমদ ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ।
বুধবার (১ অক্টোবর) বিকেলে তারা শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পুজা কমিটির নেতৃবৃন্দ ও পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: সেলিম জায়গীরদার, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ, ছাত্রনেতা তানভীর ও মিজান আহমদ প্রমূখ
এসময় তারা বলেন, শান্তির সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ। সকলে ধর্মের মানুষ নিরাপদে তার স্ব স্ব ধর্মীয় উৎসব পালন করবেন। এটাই এই দেশের নিয়ম। আপনারা আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন করবেন। আপনাদের পাশে আমরা সবসময় আছি। দেশব্যাপী আমাদের সুনামগঞ্জ জেলার একটা সুনাম আছে এখানে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করি। এভাবেই সম্প্রীতির বন্ধন বজায় রেখে আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host