ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দেশের জাতীয় রাজনৈতিক দল জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় জাকের পার্টির উদ্যোগে জনসভা শেষে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ০১ লা অক্ঠোবর (বুধবার) জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি মো. সাকির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মো. আব্দুল হান্নান।
জেলা জাকের পার্টির সদস্য ডা. শেখ মনোয়ার হোসেন মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাকের পার্টি সিলেট মহানগরের সভাপতি প্রফেসর জয়নাল আবেদীন, জেলা জাকের পার্টির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম সরকার, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) আলহাজ্ব ইসমাইল হোসেন, জাকের পার্টি ওলামা ফ্রন্টের বিভাগীয় সভাপতি ক্বারী সোহরাব হোসাইন জিহাদী, বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি আল আমিন, জেলা যুব ফ্রন্টের সভাপতি তোরাব আলী, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি জহিরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা জাকের পার্টির সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, আব্দুল আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রইছ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মিয়া খাজা, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াজ করুনী, প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জাকের পার্টির কেন্দ্রীয় নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ সকল আসনে প্রার্থী দেয়া হবে। তাই জাকের পার্টির দলীয় প্রতীক গোলাপ ফুল প্রতীক শান্তির প্রতীক, দেশ গড়ার প্রত্যয়ে মাঠে ময়দানে/ পাড়া মহল্লায় কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে টুকেরবাজারে জাকের পার্টির নেতাকর্মীরা দলীয় পতাকাসহ একটি বর্নাঢ্য র্যালী বাজারের গুরুত্বপূর্ণ গলি প্রদর্শন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host