ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
‘সিলেটে একটি সয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম। তিনি বলেন, ‘আগামী ৩ মাসের মধ্যেই হাসপাতালটির কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডেপুটি কমিশনার জানান, সিলেটে ক্যান্সার হাসপাতাল চালু হলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর ঢাকা অথবা দেশের বাইরে যেতে হবে না।
তিনি আরও জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে এসে নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host