৩ মাসের মধ্যেই চালু হচ্ছে সিলেট ক্যান্সার হাসপাতাল : ডিসি সারওয়ার

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

৩ মাসের মধ্যেই চালু হচ্ছে সিলেট ক্যান্সার হাসপাতাল : ডিসি সারওয়ার

নিজস্ব প্রতিবেদক
‘সিলেটে একটি সয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম। তিনি বলেন, ‘আগামী ৩ মাসের মধ্যেই হাসপাতালটির কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

ডেপুটি কমিশনার জানান, সিলেটে ক্যান্সার হাসপাতাল চালু হলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর ঢাকা অথবা দেশের বাইরে যেতে হবে না।

তিনি আরও জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে এসে নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর