সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে সেজাব হোসেন ওরফে কালা মিয়া (৩৫) নিহত হয়েছেন। তিনি স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলামের ছোট ভাই। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কামরুল ইসলাম ও প্রতিপক্ষ আব্দুল মতিন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে সংঘর্ষে কালা মিয়া নিহত হন। পরে নিহতের স্ত্রী সুলেমা খাতুন বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর জামালগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার দিনই পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও মামলার মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। নিহতের পরিবার অভিযোগ করে বলছেন, আসামিরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং গ্রেপ্তার না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সুলেমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি দুই শিশু সন্তান নিয়ে অসহায়। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’ তার ছয় বছরের ছেলে সাদমানও একই দাবি জানায়।
নিহতের ভাই ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ‘আমাদের মামলার আসামিরা এখনও ধরা পড়েনি। দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।’
নিহতের স্বজনরা অভিযোগ করেন, খুনের পর আসামিপক্ষ নিজেরাই মালামাল সরিয়ে নেয় এবং পরে তাদের ওপর লুটপাটের অভিযোগ চাপায়। অন্যদিকে আসামিপক্ষের নারীরা দাবি করেন, খুনের পর বাদী পক্ষই তাদের ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র লুট করেছে।
নিহতের স্বজন আশরাফ হোসেন সিদ্দিকী রুপন বলেন, ‘আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে যে তারা নিজেরাই মালামাল সরিয়েছে। অথচ দোষ চাপাচ্ছে আমাদের ওপর। আমরা চরম আতঙ্কে আছি এবং বারবার হুমকি পাচ্ছি।’
এ বিষয়ে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘নিহতের ঘটনায় মামলা হয়েছে। মূল আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। লুটপাটের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর