জৈন্তাপুরে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

জৈন্তাপুরে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি
নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং একটি আধুনিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ও জৈন্তাপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের প্রধান উপদেষ্টা মাস্টার রওশন। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচিকে সামনে রেখে তিনি ব্যক্তিগত অর্থায়নে উপজেলার অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। শনিবার ৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ঘাটেরচটি যুব সংঘের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন মাস্টার রওশন নিজেই। এ সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্পাদক শেখ রাদেক এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য মইনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার, মুক্তিযোদ্ধা দলের সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান।

অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেন এবং মাস্টার রওশনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসে থেকেও তিনি যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়।

মাস্টার রওশন জানান, অসহায় শিক্ষার্থীদের সহায়তা করা তার নৈতিক দায়িত্ব। প্রবাসে থেকেও তিনি জন্মভূমির মানুষের পাশে থাকতে চান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা তাদের পড়াশোনায় অনুপ্রেরণা যোগাবে। এলাকাবাসীর মতে, মাস্টার রওশন শুধু রাজনৈতিক কর্মসূচির অংশীদার নন, বরং একজন প্রবাসী হয়েও সমাজের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

বিশ্লেষকদের মতে, প্রবাসী বাংলাদেশিদের মানবিক উদ্যোগ দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে, যা নতুন বাংলাদেশ গঠনের যাত্রায় বিশেষ গুরুত্ব বহন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর