ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
‘শিক্ষকের কন্ঠ; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস ২৫ পালিত হয়েছে।
রবিবার ৫ (অক্টোবর) তাহিরপুর উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি উদ্যোগে তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে দুপুর ১২টায় দিবসটি উদযাপন করা হয়।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়ার সভাপতিত্বে ও বড়দল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম মো. নুরুল হুদার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী।
বক্তব্য রাখেন- বীর জয় লক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আলাল উদ্দিন আলাল, বালিজুরী সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জহিরুল ইসলাম, জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম রশীদ, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইশতিয়াক আহমদ, সহকারী অধ্যাপক লিপি ভৌমিক, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর।আপনাদের পেশা হচ্ছে মহান একটি পেশা। আপনাদের দায়িত্বশীল আচারনের মাধ্যমে একটি ছাত্র নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host