ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক সমাজের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকবান্ধব নীতি বাস্তবায়নের জন্য ৫ দফা দাবি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।
রবিবার বিকাল ৩টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের সভাপতি আবু সাইদ মো. আব্দুল ওয়াদুদ। যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম ও দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার এবং গীতা পাঠ করেন বিভাস রঞ্জন দাস।
শিক্ষক সমাজের উত্থাপিত ৫ দফা দাবি হলো মাধ্যমিক শিক্ষার জন্য একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ, চার স্তরীয় পদসোপান বাস্তবায়ন, আঞ্চলিক উপপরিচালকদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ ও কার্যালয়সমূহের স্বাতন্ত্র্য বজায় রাখা এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি সম্পন্ন করা ও বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল মঞ্জুরী প্রদান।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন অর্থ সম্পাদক মো. আলী মুর্তজা। তিনি শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং ৫ দফা দাবির দ্রুত বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে মো. সাইফুর রহমান তালুকদার ও সাংবাদিক শহিদুল ইসলাম নবম গ্রেড বাস্তবায়ন সংক্রান্ত সমসাময়িক প্রশ্ন উত্থাপন করেন। এর জবাবে জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, নবম গ্রেড বাস্তবায়ন শিক্ষকদের মর্যাদা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন শিক্ষকের জীবনমান উন্নয়ন মানে পুরো শিক্ষাব্যবস্থার উন্নয়ন। শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি মহান দায়িত্ব; তাই শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও সুবিধা নিশ্চিত করা জরুরি।
শেষে শিক্ষকরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের ৫ দফা দাবিকে বাস্তবায়ন করবে এবং শিক্ষকদের মর্যাদা রক্ষা করবে। কারণ শিক্ষকের সম্মান মানে জাতির সম্মান রক্ষা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host