অদক্ষ নিয়োগ বাতিলে ছাতকে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

অদক্ষ নিয়োগ বাতিলে ছাতকে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ছাতক প্রতিনিধি
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের প্রধান সড়কে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পাথর ব্যবসায়ী সমিতি ও ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডাস্ট্রিয়াল ইস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সেক্রেটারি হুমায়ুন কবির।

এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আলী আসগর সোহাগ, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারি আলী আমজদ, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ফয়জুর রহমান, বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সদস্য মো. আফজল হোসেন ও মো. তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান হলেও স্বৈরাচারী সরকারের সহযোগী এস আলম গ্রুপ অবৈধ নিয়োগের মাধ্যমে ব্যাংকটির ভাবমূর্তি বিনষ্ট করেছে। অদক্ষ কর্মকর্তাদের কারণে গ্রাহকরা নানা হয়রানির শিকার হচ্ছেন, যা ব্যাংকের স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

তারা আরও বলেন, ব্যাংকের সুনাম ও স্বচ্ছতা রক্ষায় অবৈধ নিয়োগ বাতিল করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বৈধভাবে নিয়োগ দিতে হবে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা গ্রাহক হয়রানি আর সহ্য করা হবে না। মানববন্ধনে ব্যাংকের স্থানীয় গ্রাহক, চাকরি প্রত্যাশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর