কুলাউড়ায় ক্রেস্ট বাজারের অর্ধযুগ পূর্তিতে দোয়া

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

কুলাউড়ায় ক্রেস্ট বাজারের অর্ধযুগ পূর্তিতে দোয়া

কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় নিজস্ব মেশিনে দক্ষ কারিগরের নিখুঁত হাতে নিরলস সেবা প্রদানের সফল ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্রেস্ট বাজার, কুলাউড়া। রবিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় মনিহার ম্যানশন মার্কেটে অর্ধযুগ পূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্নস্থরের নেতৃবৃন্দের মিলনমেলায় পরিনত হয়েছে। গেল ৬ বছর সততা ও নিষ্ঠার সাথে ক্রেতা সন্তুষ্টিতে শীর্ষতা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে ক্রেস্ট বাজার।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ। কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের মুয়াজ্জিন মামুন আহমদ।

ক্রেস্ট বাজার কুলাউড়া স্বত্তাধিকারী সাংবাদিক ইউসুফ আহমদ ইমন বলেন, দেখতে দেখতে ৬ বছর পার করে ৭ম বর্ষে পাঁ রেখেছে ক্রেস্ট বাজার। ক্রেস্ট বাজারের এ যাত্রায় আজ ক্রীড়া প্রেমী, সংগঠক, শিক্ষক সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের আস্থার প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।

এ লম্বা যাত্রায় ক্রেতা ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আগামী দিনগুলোতেও।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর