ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫
দোয়ারাবাজার প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারা) আসনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪ টায় ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার আসন ভিত্তিক ছাত্র প্রতিনিধিদের নিয়ে ছাতক উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
প্রধান বক্তা ছিলেন, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
সুনামগঞ্জ-৫ নির্বাচনী আসনের পরিচালক সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর-রশীদ, ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, ছাতক পৌর সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এসময় বক্তারা বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, নেতৃত্ব। শিক্ষার্থীরা চাইলে সব কিছু পরিবর্তন করা সম্ভব। তার সুস্পষ্ট প্রমান হচ্ছে ২৪’র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থান।
বক্তারা আরো বলেন, আগামীর দিন এখন শুধু সম্ভাবনার। শিক্ষার্থীরা চাইলে আগামীর রাষ্ট্র হবে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র। আর নেই লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে জামায়াতে ইসলামী। তাই আগামীর রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host