ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫
দিরাই প্রতিনিধি
ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয়-প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় স্থানীয় উপজেলা কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, গত কিছুদিন পূর্বে একটি পূজা মন্ডুপ পরিদর্শনকালে জামায়াত নেতা আইনজীবি শিশির মনিরের ‘রোজা ও পূজা মূদ্রার এপিট ওপিট’ বক্তব্যকে কেন্দ্র দিরাই শাল্লা সহ সারা দেশে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। দেশের প্রখ্যাত আলেম সমাজ এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিষয়টি দেশের প্রথম সারির বিভিন্ন মিডিয়া তুলে ধরে। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার (৪ঠা অক্টোবর) দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন সর্বস্থরের জনতা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পৌর শহরের উলুকান্দি গ্রামের বাসিন্দা হিফজুর রহমানের ছেলে প্রবাসি সাইফুর রহমান গত ৩রা অক্টোবর সর্বস্থরের জনতার আয়োজিত মিছিলের ব্যানারের ছবিতে ক্রস চিহ্ন এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে লেখেন ‘সর্বস্থরের জনতা না লেখে, বিএনপি ও তার সহযোগিরা লেখেন, ‘সর্বস্থরের জনতাকে নিয়ে দালালি করবেন না ইত্যাদি’। এরই প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করিম, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাসান আহমেদ চৌধুরী, পৌর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদার, দিরাই উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাও. নুর আলী রায়হান গত ৬ই অক্টোবর প্রবাসী সাইফুরের পিতা হিফজুর রহমানকে বিষয়টি অবগত করতে গেলে এতে তিনি প্রচন্ড বিরক্তবোধ করেন এবং উল্লেখিত পাঁচজনকে একপ্রকার অপমান করেন। উক্ত ঘটনার পরদিন প্রবাসি সাইফুরের পিতা হিফজুর রহমান বাদী হয়ে দিরাই থানায় জমিয়তের ওই পাঁচ নেতাকে আসামী করে সাত ধারায় একটি মামলা দায়ের করেন। সংবাদ সমম্মেলনে বলা হয়, ওই মামলায় যাদেরকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে তারা এবিষয়ে কিছুই জানেন না।
নড়বড়ে উক্ত মিথ্যা মামলার সাক্ষীগণ বাদীকে উল্টো জিজ্ঞাসাবাদ করলে তিনি দ্রুত মামলাটি তুলে নেন। কিন্তু থেমে যাননি প্রবাসে থাকা সাইফুর রহমান। তিনি ওই মামলার কপি ফেসবুকে শেয়ার করেন এবং দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host