দিরাইয়ে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

দিরাইয়ে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর তানহা নামের দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ ভেসে উঠেছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে পৌর শহরের মজলিসপুর এলাকায় চামটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তানহা শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির কন্যা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে দিরাইয়ে যাত্রীবাহী নৌকার জানালা দিয়ে ছিটকে পড়ে দেড় বছরের শিশু তানহা নিখোঁজ হয়।
বিষয়টি দিরাই ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। সুনামগঞ্জ থেকে বিশেষ ডুবুরিদল এনে নদীতে তল্লাশি চালানো হয় তারাও খুঁজে পায়নি। রবিবার সকালে পৌর শহরের চামটি নদীতে মজলিসপুর এলাকায় শিশুর মরদেহ পানিতে ভেসে ওঠে।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর