৩১ দফার পক্ষে জনমত গঠনে রুস্তমপুরে ছাত্রদলের মিছিল

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

৩১ দফার পক্ষে জনমত গঠনে রুস্তমপুরে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) স্থানীয় পিরেরবাজারে দলীয় নেতাকর্মীর মুহুর্মূহু শ্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতি পিরেরবাজার রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
মিছিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সভাপতি নাহিদ তার বক্তব্যে বলেন, ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মাণের এক সুস্পষ্ট রুপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার আহবান ও ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি ঘোষনা করেন তিনি।
যুগ যুগ ধরে শিক্ষা দীক্ষায় উন্নত এলাকার গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার ফিরিস্তি তুলে ধরে নাহিদ বলেন, ভোটারবিহীন নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতার স্বাদ নেওয়া মানুষের জনগনের প্রতি জবাবদিহিতা থাকে না এটাই স্বাভাবিক। ফলে উন্নয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ইউনিয়ন এর অনিবার্য পরিনতি বরণ করতে হয়েছিল। এটি দুর্ভাগ্যের বিষয়।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে, আজকের লিফলেট প্রচারণায় অংশ গ্রহণ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর