ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫
লুৎফুর রহমান শাওন, ছাতক
ছাতক-আইন্দারগাঁও ভায়া জাউয়াবাজার সড়কের ভাজনামহল এলাকায় আকিজ প্লাস্টিক ফ্যাক্টরির সামনে প্রতিনিয়ত ভারী ট্রাক ও কনটেইনার পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সড়কের একপাশ জুড়ে সারিবদ্ধভাবে এসব বড় গাড়ি দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই জনসাধারণ, পথচারী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
সোমবার সকালে ফ্যাক্টরির সামনে ট্রাক ও কনটেইনারের চাপ বেড়ে গেলে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে আকিজ ফ্যাক্টরির নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় সড়কটি যানজটমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, কোম্পানির ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ট্রাকগুলোকে প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে চালকরা রাস্তায় গাড়ি রেখে দেন, এতে পুরো সড়ক অচল হয়ে পড়ে।
পথচারী মাহমুদ আলম ও মিজানুর রহমান বলেন, একবার ট্রাক দাঁড়ালে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী সবাই ভোগান্তিতে পড়ে। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় এমনটা নিয়মিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাকচালক জানান, আমরা ফ্যাক্টরিতে মাল নিয়ে আসি, কিন্তু গেটে ঢোকার অনুমতি পেতে অনেক সময় লাগে। তখন বাইরে দাঁড়ানো ছাড়া উপায় থাকে না।
আকিজ ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম বলেন, এই গাড়িগুলো আমাদের কোম্পানির নয়, পণ্য নিয়ে আসে মাত্র। ভিতরে ঢোকার অনুমতি না পেলে চালকেরা বাইরে দাঁড়িয়ে থাকে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
বিষয়টি জানতে চাইলে ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা মো. স্বাধীন বলেন, বাইরে রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকছে, বিষয়টি আমি জানতাম না। যানজট সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ছাতক ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত টিএসআই মো. দৌলত খান বলেন, আমাদের লোকবল সীমিত, মূলত ছাতক-সিলেট সড়কে দায়িত্ব পালন করি। তবে ছাতক-আইন্দারগাঁও সড়কের যানজট পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই সড়কে নিয়মিত ট্রাক পার্কিং বন্ধ করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা যায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host