ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
কোম্পানীগঞ্জ উপজেলায় তথ্য দিন সেবা নিন শ্লোগানে দেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত একঝাঁক পরিচন্ন সংবাদকর্মীদের নিয়ে ‘কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিজেইউ)’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
স্থানীয় সোমবার বিকাল ৪টায় (১৩ অক্টোবর) ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টে আয়োজিত এক সভায় আত্মপ্রকাশকৃত নবগঠিত কমিটিতে সিলেটের দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নিজাম উদ্দিনকে সভাপতি ও জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়া পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সালাহউদ্দিন রানাকে সহসভাপতি, জাতীয় দৈনিক নিরপেক্ষ পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বিশ্ব মিডিয়া পত্রিকার সিলেট ব্যুরো প্রধান এম এ এইচ শাহীনকে সাধারণ সম্পাদক, নাগরিক ভিউ ডটকমের ফটো সাংবাদিক মো. রুবেল আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি আশরাফ উদ্দিনকে অর্থ সম্পাদক, আজকের খবর মাল্টিমিডিয়ার সিলেট প্রতিনিধি মোঃ জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, সিলেট বিএম টোয়েন্টিফোর ডট কমের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল গাফফারকে দপ্তর সম্পাদক, দৈনিক হাওরাঞ্চলের কথা মাল্টিমিডিয়া প্রতিনিধি শফিকুল ইসলাম শফিককে প্রচার সম্পাদক, দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফয়ছল আহমেদ নোমানকে তথ্য প্রযুক্তি সম্পাদক, বাংলা এডিশন সিলেট প্রতিনিধি মোঃ মাহবুব আলম চৌধুরী জীবনকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়।
কমিটির সদস্যরা হলেন- দৈনিক দেশ প্রতিদিন কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ মানিক মিয়া, দৈনিক প্রথম প্রহর কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ মনোয়ার পারভেজ, মোঃ মঈন উদ্দিন কোম্পানীগঞ্জ ফটো সাংবাদিক বিশ্ব মিডিয়া পত্রিকা, মোঃ রুহুল আমীন রুবেল কোম্পানীগঞ্জ প্রতিনিধি দৈনিক তালাশ টাইমস, সাদিকুর রহমান সাপ্তাহিক সিলেট পত্রিকাসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, ‘তথ্য দিন সেবা নিন”এই শ্লোগানে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে ও কোম্পানীগঞ্জ বাসীর ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন বলেন,আমরা ন্যায়েরপক্ষে গনমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ সহ অবস্থানের মাধ্যমে ভাবমূর্তি উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে অসহায় মানুষের আস্হা অর্জনে সত্য প্রকাশে ঝুঁকি থাকবে আমরা নিরপেক্ষতার সহিত কাজ করে যেথে চাই।’
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টাবৃন্দ এডভোকেট কামাল হোসেন, হাজী মোঃ আবুল বাশার, আহমদ শাহনেওয়াজ লিটন, তাজ উদ্দি আহমদ, ইলিয়াছ আলী।
সামনে জমকালো আয়োজনের মাধ্যমে কমিটির অভিষেক অনুষ্ঠান করা হবে বলে জানান কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host