দিরাইয়ে এইচএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে মাদারাসা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে মাদারাসা

দিরাই প্রতিনিধি
সারাদেশে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ টি কলেজ ও একটি মাদ্রাসা থেকে মোট ১৮০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলে দেখা যায়, হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় সার্বিক পাশের হার ৮৯.৩৬ শতাংশ, যা কলেজগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, কলেজ পর্যায়ে সামগ্রিক ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। ৯টি কলেজ থেকে মোট ১৭৬১জন পরীক্ষায় অংশ করে ৭৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, পাশের হার মাত্র ৪৪.৬৯ শতাংশ। পাশাপাশি ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
দিরাই সরকারি কলেজ থেকে ৮৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৫৫.৭৬ শতাংশ পাশাপাশি ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিবিয়ানা মডেল কলেজ থেকে ৩৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।পাশের হার ৪৯.৮৬ শতাংশ, পাশাপাশি ৮ জন শিক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে।
জগদল কলেজ থেকে ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ জন উত্তীর্ণ হয়েছে,পাশের হার ১৬.০৯ শতাংশ। সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ থেকে ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে,পাশের হার ১০.৫৫ শতাংশ। ডা: সৈয়দ মনোয়ার আলী আটগ্রাম কলেজ থেকে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, পাশের হার ২৬.৬৬ শতাংশ। রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৬.৩৮ শতাংশ।
বাংলাদেশ ফিমেইল একাডেমী থেকে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে,পাশের হার ৪৪.৪৪ শতাংশ।
হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে পাশের হার ৩৫.২৪ শতাংশ।
চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে,পাশের হার ১৫.৭৮ শতাংশ।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার বলেন, প্রত্যাশার চেয়ে রেজাল্ট খারাপ হয়েছে। আশাকরি আগামীতে পাশের হার বাড়াতে সংশ্লিষ্ট শিক্ষকগণ ভালো ভুমিকা রাখবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর