ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরের অন্যতম ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হেক্সাস গোয়ালাবাজার সফলতার সঙ্গে ৪ বছর পেরিয়ে ৫ বছরে পদার্পণ করায় প্রতিষ্ঠানটির ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল কম্পিউটার ডেলিভার্ড টেস্ট সেন্টার (ইউকেভিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার গোয়ালা বাজার টেমস টাওয়ারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কেক কাটা, ও পুরস্কার বিতরণী এবং ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস এর মেইন এক্সাম রেজিস্ট্রেশন কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বৃটিশ কাউন্সিল বাংলাদেশের ব্যবসা উন্নয়ন বিষয়ক পরিচালক তাহনী ইয়াসমীন, ফিতা ও কেক কেটে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস এর মেইন এক্সাম রেজিস্ট্রেশন কর্ণারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হেক্সাস এডুকেশন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির সুমন, বৃটিশ কাউন্সিল বাংলাদেশ হিসারক্ষক মো. বদরুদোজ্জা, হিসাব ব্যবস্থাপক সৈয়দা শিবলী শেহরীন, সিলেট বিভাগের ব্যবস্থাপক মেহেদী হাসান, কর্মকর্তা মুহিব আহমদ ও তানজিম তান্নী।
এসময় বক্তারা বলেন, হেক্সাস গোয়ালাবাজার শুরু থেকেই ইংরেজি শিক্ষাকে সহজ, কার্যকর ও আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থীরা ওঊখঞঝ-এ ভালো স্কোর করে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে। হেক্সাস শুধু একটি কোচিং সেন্টার নয় এটি হয়ে উঠেছে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সহযাত্রী।
হেক্সাস এখন ব্রিটিশ কাউন্সিলের অধীনে কম্পিউটার ডেলিভার্ড স্ট্যান্ডার্ড ও ইউকেভিআই আইইএলটিএস পরীক্ষার জন্য অফিসিয়াল ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা এই অঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে ব্রিটিশ কাউন্সিল ওঊখঞঝ মেইন এক্সাম রেজিস্ট্রেশন কর্নার চালু হওয়ায় ওসমানীনগর ও আশেপাশের এলাকার শিক্ষার্থীরা এখন দুরে না গিয়ে এখান থেকেই সরাসরি পরীক্ষা রেজিস্ট্রেশন করতে পারবে। এতে সময়, অর্থ ও ভোগান্তি তিনটিই কমবে বলে জানান বক্তারা।
তারা আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকেও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানে নিজেকে গড়ে তুলতে পারে, হেক্সাস তার উজ্জ্বল প্রমাণ। ভাষা শিক্ষার পাশাপাশি ব্যক্তিত্ব উন্নয়ন ও আত্মবিশ্বাস তৈরিতেও হেক্সাস শিক্ষার্থীদের প্রস্তুত করছে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাঁচ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি যে বিশ্বাস, আস্থা ও সম্মান অর্জন করেছে, তা ধরে রাখতে হলে এর সেবা, মান এবং আন্তরিকতা আরও বাড়াতে হবে। বক্তারা হেক্সাসের ভবিষ্যত সাফল্য কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত ব্রিটিশ কাউন্সিল কর্মকর্তারা।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, টেমস টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আকবর হোসেন, সাংবাদিক মুহিব হাসান, হারুন রশিদ, হেক্সাস গোয়ালাবাজার শাখা ব্যবস্থাপক আইনুল হক, শিক্ষক রায়হান আহমদ, জুয়েল আহমদ, জামিল আহমদ, রাজিব সূত্র ধর, বিলাল আহমদ, জুবায়ের আহমদ, আলী হোসেন, আব্দুল্লাহ, সাফওয়ান আহমদ, জান্নাতুল ফেরদাউস, নাদিয়া খান, কলসুম আক্তার, সেলিনা আক্তার, রিয়া দেব, লোপা দেব,স্বর্ণা খান, মুন্নি আক্তার, সাদিয়া আক্তার ও ফৌজিয়া আক্তারসহ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও হেক্সাস পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host