ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
প্রাণবন্ত আয়োজন ও বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনের উপস্থিতিতে আত্মপ্রকাশ করল “সুরমা পাড়ের কণ্ঠ” অনলাইন নিউজ পোর্টাল।
অপ-সাংবাদিকতার বিরুদ্ধে এবং গণমানুষের মুখপত্র হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে, সকল প্রকার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই নিউজ পোর্টাল সুনাম ও জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। প্রকাশক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষতা ও দক্ষতায় পাঠকপ্রিয়তা অর্জনে দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেÑএমন আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিরা।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটা ও আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী কবি, গল্পকার, সংগঠক এবং বাংলা সাহিত্য পরিষদ ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি শাহ কামাল আহমদের প্রকাশনায় ও সম্পাদনায় সূচিত হয় পোর্টালের পথচলা।
আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উপ-পরিচালক মাওলানা এম মুখতার হোসাইন এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিনের যৌথ পরিচালনায়, শাহ জামাল আহমদের সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে শুভ সূচনা করেন দৈনিক সংগ্রাম পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নেছার আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট খালেদ হোসেন, শিক্ষাবিদ ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দীন, শিক্ষক ও মানবাধিকার কর্মী শাহ আলম তালুকদার তুহিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, মাস্টার একে এম হেকিম উদ্দিন, মাস্টার দুলাল আহমদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহেদুর রহমান, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, লালাবাজার ইবরাহিম আলী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মানিক মিয়া, ইনকিলাব সংসদের সভাপতি মোঃ মোছন আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ এবং শিক্ষাবিদ বাবুল কান্তি।
হাফিজ আরাফাত রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস.পি. সেবু।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, ব্যবসায়ী শাহিন আহমদ, কারী তুহিন মিয়া, সংগঠক শিহাব উদ্দিন, শিক্ষানবিশ সদস্য এস.এ. সাজু, মিডিয়া কর্মী বিজয় কর্মকার, আলী হোসেন মোল্লা, বাংলাদেশ বিজেপি বিশ্বনাথের আহ্বায়ক এস.এম. রফিক আহমদ এবং অন্যান্য সামাজিক ও সুশীল নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host