ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য কয়ছর এম আহমদ।
রোববার (১৯ অক্টোবর) বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে সুনামগঞ্জের পাঁচটি আসন থেকে ডাক পাওয়া নেতাদের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সুনামগঞ্জ-৩ আসনে প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদকে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় ডাক পাওয়া সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকাল ৩ টায় বিএনপির গুলশান কার্যালয়ে সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীদের সাথে সভায় বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সভায় অন্যান্য আসনে একাধিক প্রার্থীকে ডাকা হলেও সুনামগঞ্জ-৩ আসন থেকে এককভাবে কয়ছর এম আহমদকে ডাকা হয়েছে।
তিনি আরো জানান, সভায় অংশ নেওয়া প্রার্থীদের ধানের শীষের পক্ষে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একজন আরেকজনের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেওয়া ও কোনোরুপ সংঘাতে না যাওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করবো। একজন আরেকজনের বিরুদ্ধে যাবো না।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host