বানিয়াচংয়ে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

বানিয়াচংয়ে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বানিয়াচং সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লার মরজাত খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছাত্রের নাম মঈনুল হাসান (১২)। সে ওই এলাকার আতিকুর রহমানের পুত্র এবং স্থানীয় দোয়াখানী দারুস সালাম মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মঈনুল নিখোঁজ ছিল। সারা দিন আত্মীয়স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ারপরও তার কোনো সন্ধান পাওয়া যায় নি। পরে নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে সহায়তা চাওয়া হয়। অবশেষে বুধবার সকালে স্থানীয়রা মরজাত খালে এক শিশুর মরদেহ ভাসতে দেখে থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পিতা আতিকুর রহমান বলেন, ‘আমার ছেলে সবসময় পাঞ্জাবি পরে চলাফেরা করত। তার গায়ে নারী পোশাক দেখে আমি নিশ্চিত, এটি একটি পরিকল্পিত হত্যা। আমি আমার ছেলের হত্যার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর