ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের তালতলার একটি আবাসিক হোটেল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। অনৈতিক কাজের অভিযোগে ওই পাঁচজনকে আটকের পর হোটেলটিও সিলগালা করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তালতলাস্থ হোটেল বিলাসে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো- রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)।
অভিযানকালে হোটেল বিলাস সিলগালা করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর অনৈতিক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ সিলগালা করেছিল পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরের সকল হোটেল মালিকদের সাথে বৈঠক করে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা করার আহ্বান জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও যারা নির্দেশনা না মেনে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার তালতলাস্থ হোটেল বিলাসে অভিযান চালিয়ে ৫ নারী-পুরুষকে আটক করা হয় এবং হোটেলটি সিলগালা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host