ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
মো. মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ
ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কে কোম্পানীগঞ্জ টোল প্লাজায় লোডিং এক্সেল কন্ট্রোল ও কোম্পানীগঞ্জ টোল প্লাজার আনুষ্ঠানিক যাত্রা ও তা বাস্তবায়নে শীঘ্রই কার্যক্রম পরিকল্পনা হাতে নিয়েছেন উর্ধ্বতন সওজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের পাড়ুয়া অংশে কোম্পানীগঞ্জ টোল প্লাজার উদ্যোগে এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই উদ্যোগের কথা প্রকাশ করেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৪ টায় এলাকাবাসীর সাথে মতবিনিময়ে সিলেটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টা মহাসড়কে লোড এক্সেল কন্ট্রোল স্টেশন (টোল প্লাজা) এবার আনুষ্ঠানিক যাত্রা হওয়ার পথে। এতে এলাকাবাসীর সচেতনতা তৈরিতে কার্যক্রম চালুর প্রক্রিয়া সহজিকরণ লক্ষ্যেই মূলত আজকের এ মতবিনিময়। তিনি ওই বিষয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মহাসড়কের স্থায়িত্ব, ব্যবসায়ী, জনগণের সুফলের কথা তুলে ধরেন।
মতবিনিময়ের এক পর্যায়ে মুক্ত আলোচনায় এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী ফয়জুল হক ফজল, নজরুল ইসলাম, রুহুল আমিন, লিয়াকতের দাবি- মহাসড়কের সীমান্ত জিরো পয়েন্ট হতে ৪ কিলোমিটার পর্যন্ত ব্যবসায়ী কেন্দ্রস্থল, কিন্তু ১ কিলোমিটার ভেতরে লোডিং স্কেল-এ ব্যবসায়ীদের বাড়তি সমস্যার কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের দাবি ব্যবসায়ী কেন্দ্রস্থলের সবাইকে স্কেলের আওতায় আনতে টোল প্লাজা ৪/৫ কিলোমিটার দূরে নেয়ার দাবি জানানো হয়। এতে সকল ব্যবসায়ীর সরকারি ট্যাক্স ফি আদায়ে সমতা সৃষ্টি হবে বলে জানান।
জবাবে, নির্বাহী প্রকৌশলী দাবির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করণের কথা জানান।
মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন উপ বিভাগীয় প্রকৌশলী সালা উদ্দিন সোহাগ ও অধঃস্থন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কাওছার আহমেদ কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, হোসেল মিয়া, এলাকার যুবসমাজ ও মুরব্বিগণ।
এদিকে নির্বাহী প্রকৌশলী প্রতিবেদকের সাথে সরাসরি আলাপকালে বলেন, সবার সহযোগিতায় ১০/১৫ দিনের মধ্যেই লোডিং এক্সেল কন্ট্রোল স্টেশন কোম্পানীগঞ্জ টোল প্লাজার আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। শীঘ্রই এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সিনিয়র কর্মকর্তাগণ জেলা প্রশাসক মহোদয়সহ চূড়ান্ত আনুষ্ঠানিকতার বিষয়টি শীঘ্রই শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host