ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন

জকিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ জকিগঞ্জ এর উদ্যোগে এক বর্ণাঢ্য নবীন বরণ ও কলেজ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কালিগঞ্জের জান্নাত কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের সভাপতি কাওছার আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহান আহমদ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানটি সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
তেলাওয়াত করেন হাফিজ কামরুল ইসলাম, নাতে রাসুল (সা.) পাঠ করেন মিনহাজুল আবেদিন, ‘রিসালাহ’ ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ পরিবেশন করেন মনোজ্ঞ তারানায়ে তালামীয, আর মর্সিয়া পাঠ করেন মোস্তফা আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি আহমদ আল মনজুর, সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালামীযের সাধারণ সম্পাদক আফসার হুসাইন, এমসি কলেজ তালামীযের সভাপতি মো. দেলোয়ার হোসাইন, আনজুমানে আল ইসলাহ-এর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, মনিকপুর ইউনিয়ন আল ইসলাহ শাখার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, এবং লতিফিয়া কারি সোসাইটি ইছামতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, “সমাজে নৈতিকতা ও আদর্শের পুনর্জাগরণ ঘটাতে হলে ছাত্রসমাজকে সঠিক পথে গড়ে তোলা অত্যাবশ্যক। সেই ভিত্তি হতে হবে জ্ঞান, বিশুদ্ধ আকীদা ও আখলাকে হাসানাহ। বর্তমানে জ্ঞানের পরিধি বিস্তৃত হলেও চরিত্র ও আকীদা গঠনের প্রতি মনোযোগ কমে গেছে। প্রকৃত শিক্ষা তখনই ফলপ্রসূ হয়, যখন তা আল্লাহভীতি ও উত্তম চরিত্রে পরিণত হয়।”
তিনি আরও বলেন, “ছাত্ররা যদি দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হয়ে সঠিক আকীদায় দৃঢ় থাকে এবং আখলাকে হাসানাহ অর্জন করে, তবে তাদের হাতেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত ও আবু সুফিয়ান, ইছামতি কামিল মাদরাসা শাখার সাবেক সভাপতি আকবর আহমদ চৌধুরী, কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাছিব তাপাদার ও সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু হানিফ মো. নাঈম, ইছামতি কামিল মাদরাসা শাখার সভাপতি আহমদ হোসাইন আইমান, সহ-সভাপতি মিছবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী।
এছাড়াও ইছামতি ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল বাতিন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা তালামীযের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর