ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজারে দোকান মালিকের হাতে এক কর্মচারী নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (০৪ নভেম্বর) রাত অনুমান ৯টার দিকে এস.আর এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের পরিবার।
নিহত দোকান কর্মচারীর নাম জালাল মিয়া(৩০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে। এ ঘটনায় ঘাতক দোকান মালিক মো. শহীদুল ইসলাম(৩৮) পলাতক রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, এস.আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শহীদুল ইসলাম ও রেজাউর রহমানের মধ্যে মনোমালিন্য ছিলো। দোকানের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এরই ধারাবাহিকতায় সোমবার (০৪ নভেম্বর) রাত অনুমান সাড়ে ৮টার দিকে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা প্রবল ঝগড়ায় রূপ নিলে উভয়কে থামানোর চেষ্টা করেন কর্মচারী জালাল। এসময় ঘাতক শহীদুল তার পকেটে থাকা ছুরি দিয়ে জালাল মিয়ার বুকে আঘাত করলে সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এদিকে ছুরিকাঘাতে আহত জালাল মিয়াকে উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন অপর মালিক রেজাউর রহমান। এরই মধ্যে দোকানের ক্যাশে থাকা সব টাকা লুট করে দ্রুত সটকে পড়ে ঘাতক শহীদুল। এরপর রেজাউর রহমান ও প্রত্যক্ষদর্শীরা মিলে জামাল মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এস.আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জালাল মিয়ার পরিবার। তারা বলেন, সুনামগঞ্জ সদর থানা পুলিশকে হত্যার বিষয়টি অবগত করা হয়েছে। তারা লিখিত অভিযোগ চেয়েছেন। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। তারা ঘাতক মো. শহীদুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা করছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host