ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫
আমির উদ্দিন
দি সিলেট চেম্বার অব কমার্স এর এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচন কে সামনে রেখে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের ব্যবসায়ীদের সাথে সিলেট চেম্বার অব কমার্স নির্বাচনে ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেল প্রার্থীদের পরিচিত সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্স হলরুমে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সিনিয়র ব্যবসায়ী হাজী ফয়জুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিমুল ইসলাম আঙ্গুর এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোঃ নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন বাবুল, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মোঃ ইমরান হোসাইন, মোঃ আবুল কালাম,খন্দকার কাওসার আহমদ রবি, মোঃ মাজাহারুল হক, মোঃ নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামছুর রহমান কামাল, আবু সুফিয়ান।
অ্যাসোসিয়েট শ্রেনীর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক পদপ্রার্থী জিয়াউল হক, মুক্তাদির হোসেন তাপাদার, মোঃ মামুনুর রশিদ, দিবাকর দাশ ঝোটন, সাবেক চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রায়হান, ও মেসার্স শাহজালাল এন্টারপ্রাইজের ডিরেক্টর মোঃ ইব্রাহিম খলিল।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ, সদস্য মামুন চৌধুরী, হারুনুর রশিদ, সাজ্জাদ হোসেন দুদু, আকদ্দছ আলী, আখতারজ্জামান,ইউপি সদস্য লিটন আহমদ।
এছাড়াও উপস্থিতি ছিলেন, সিনিয়র সাংবাদিক একে নিউজের আনোয়ার হোসাইন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিব্বির আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন সিলেটের প্রতিটি উপজেলায় এক একটি চেম্বার স্থাপন করে সিলেট চেম্বারের তত্বাবধানে উপজেলার ব্যবসায়ী স্পটে একেকটি কার্যালয় স্থাপন ও সিলেট চেম্বার্স ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সেতুবন্ধন তৈরি করা হবে। ব্যবসায়ী বসার জন্য যথেষ্ট একটি বসার ব্যবস্থা আনুষাঙ্গিক কার্যাদি করার সুব্যবস্থা করা হবে।ভোলাগঞ্জে কোন ব্যবসায়ী যাতে হয়রানি না করা সে বিষয়ে কাজ করবে চেম্বার। পাথর কোয়ারী উন্মুক্ত করনে এ জনপদের মানুষজনকে সাথে নিয়ে কাজ করবে চেম্বার্স।
সিলেটের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও চেম্বারের সদস্যদের সাথে বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট সার্ভিস চালু করা হবে। ভ্যাট ট্যাক্স সহনীয় পর্যায় করতে সিলেট ব্যবসায়ী প্যানেল ফোরামে অভিজ্ঞ এক্সপার্টদের সংযোজন ও অনলাইনে নবায়ন করতে সফটওয়্যার ইন্জিনিয়ারদেরকে আমাদের প্যানেলে সম্পৃক্ত করে প্যানেল সিলেক্ট করা হয়েছে। তামাবিলের ব্যবসায়ীদেরকে একটি সাব গ্রুপ করে স্থলবন্দর গুলোকে মনিটরিং ও চেম্বার্সের মূল বডিতে সম্পৃক্ত করা হবে। ভোলাগঞ্জ শুল্ক স্টেশন একটি ইমিগ্রেশন সেন্টার স্থাপন করা হবে। মতবিনিময় শুরুতেই তেলওয়াত করেন কুরআন তেলওয়াত হাজী কমর উদ্দিন চান মিয়া
উল্লেখ্য যে আগামী পহেলা নভেম্বর দি সিলেট চেম্বার অব কমার্স এর এন্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে দুটি প্যানেল থেকে ২ জন সভাপতি প্রার্থী সহ ৪২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host