ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
হারুন রশিদ, ওসমানীনগর
সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম, সেবা বঞ্চিত প্রায় আড়াই লাখ মানুষের মুখে ফুটবে হাসি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শনের সময় এ ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, উপজেলার অসংখ্য মানুষ ইতিমধ্যেই সুন্দর ও আধুনিক চিকিৎসাসেবার অপেক্ষায় রয়েছে। নতুন কমপ্লেক্স চালু হলে তারা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে সাধারণ চিকিৎসাসেবা গ্রহণের ঝামেলা এড়াতে পারবে।
এই স্বাস্থ্য কমপ্লেক্স শুধু একটি ভবন নয়, এটি ওসমানীনগরের মানুষের সুস্থতা ও উন্নয়নের প্রতীক। আমরা চাই এই অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়ে সবাই যেন ঘর থেকে ন্যায মানের চিকিৎসা পায়। খুব শিগগিরই এখানে রোগী ভর্তি, চিকিৎসক নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পন্ন অবস্থায় নিয়ে এসে সেবা দেওয়া হবে। অনুমোদনসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যম জরুরি ভিত্তিতে হাসপাতালের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কার্যক্রম শিগগির চালু হবে বলে আশা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম।
এদিকে দিনব্যাপী সফরে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা সরকারি ডিগ্রি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, তাজপুর সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন জেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর খান সজিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল আহসান, সহকারী কমিশনার শাহানাজ পারভীন প্রমুখ।
উল্যেখ্য স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণের প্রায় বছর পার হলেও প্রশাসনিক অনুমোদন পায়নি। ২০২৪ সালের জানুয়ারি মাসে সরকারি অনুমোদনের জন্য আবেদন করলেও এখনও তা অর্থ মন্ত্রণালয়ে ঝুলে আছে বলে জানা গেছে। শুধু আবেদনই নয়, জনবল সংকট ও উপকরণ সংকটের কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host