ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়ার পূণভূমি, প্রকৃতি কন্যা সিলেটের অন্যতম সিলেট-১ আসন থেকে ভিপি নুরের গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে লড়বেন আকমল হোসেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় প্রবাসী অধিকার পরিষদ ইউকে শাখার সহ সভাপতি আকমল হোসেন সিলেট এয়ারপোর্টে দেশে ফিরলে তাকে ফুল দিয়ে গলার মালা ও শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখা ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাদরে গ্রহণ করেন।
এরপর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আকমল হোসেন সিলেট- ১ আসনে ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় তিনি বলেন ১৮ এর কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠা ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে গণঅধিকার পরিষদ। এ সংগঠন ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমি গণঅধিকার পরিষদ থেকে সিলেট-১ আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করবো (ইনশাআল্লাহ)।
আমি নির্বাচিত হলে সিলেট সদর ও নগরের উন্নয়নে নতুনত্ব এনে দিবো। এ সিলেটকে ২য় লন্ডন বলা হলেও এখানে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন নেই, সদর ও নগরের জনগণের ইচ্ছে আকাঙ্খা পূরণ হয়নি। চা শ্রমিক,দিন-মজুর থেকে শুরু করে আমি প্রত্যেকের লালিত স্বপ্ন বাস্তবায়নে দৃড় প্রত্যয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।তিনি শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও বিভাগীয় সমন্বয়ের দায়িত্ব ও পালন করছেন।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আহমদ, শ্রমিক অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি যুবায়ের আহমদ তোফায়েল, মহানগর শাখার সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক আলী আহমদ তাজ,সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ ছামী, শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মঞ্জিল শ্রমিক অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক জাকির হোসেন,
ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এ বি আল মাহমুদ, সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহুল হক মোহন, সাংগঠনিক সম্পাদক এনাম আরিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, আমির হোসেন জালালী সহ গণঅধিকার পরিষদ এর অঙ্গ সংগঠনের জেলা মহানগরের নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host