ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ি, তরুণ প্রজন্মকে বাঁচাই এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর দুপুর ২টায় এ কর্মসূচি পালন করা হয়।
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকল পেশা শ্রেণীর মানুষ ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন শান্তিনগর বাজারের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজ রাইয়ান ও মোঃ তাহমিদ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান, মাওলানা হাফিজ জমিলুল হক, জালালাবাদ মসজিদের ইমাম, ব্যবসায়ী সাদেক আহমদ, আব্দুল কাইয়ুম বাবর, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (গঞচঝ) সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ও সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ, তরুণ সমাজসেবক মোঃ লিমন ভূঁইয়া, কামাল হোসেন, মাওলানা সাঈদ,ডা. মিজান,প্রমূখ।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে প্রতিবেদন সংগ্রহ করেন।
কর্মসূচির শুরুতে হাসপাতাল পয়েন্টে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা মানববন্ধনে দাঁড়ান। পরে একটি বিক্ষোভ মিছিল শান্তিনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে “মাদককে না বলি”, “তরুণ প্রজন্মকে বাঁচাই” ইত্যাদি স্লোগান উচ্চারিত হয় এবং মাইকিংয়ের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়।
বক্তারা বলেন, মাদক সমাজের এক নীরব ঘাতক। এটি তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, পরিবারে অশান্তি সৃষ্টি করছে, সমাজে বাড়াচ্ছে অপরাধপ্রবণতা।
তারা প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যুবসমাজ যদি ঐক্যবদ্ধ হয় তবে মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব।
মানববন্ধনের শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত জগন্নাথপুর গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্থানীয় প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host