ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও তাড়ল ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আখলাকুর রহমানের নেতৃত্বে শতাধিক কর্মীসমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী এলাকার তাড়ল ইউনিয়নের ধলবাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির নবাগত নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে দলে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে আখলাকুর রহমান বলেন,আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী যুবদল তাড়ল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীতে দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে ছিলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দিরাই-শাল্লার উন্নয়নের স্বার্থে শিশির মনির ভাইয়ের নেতৃত্বে কাজ করার প্রত্যয়ে আজ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। শিশির মনিরের মতো নেতৃত্ব পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনগণ।
বিএনপি ও যুবদল থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,লিয়াকত আলী, আলমগীর হোসেন, জুয়েল মিয়া, রুহেল মিয়া, ইসলাম উদ্দিন, স্বাধীন মিয়া, নাঈম মিয়া, মর্তুজ আলী, মধু মিয়া, আব্দুস ছালিম, আব্দুল মন্নান, আয়তুন নেছা, সাদিকুল ইসলাম, ফরিদ মিয়া, মামুন মিয়া, গোলজার মিয়া, আব্দুল কাইয়ুম, শহিদ মিয়া, আবুল কাসেম, দুদু মিয়া, জাইদুর রহমান, শাহিন মিয়া, জুনু মিয়া, কুদরত আলী, শাকির মিয়া, আমির উদ্দিনসহ আরও অনেকে।
তাড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি ও যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ বলেন,আখলাকুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তাড়ল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করছে বিষয়টি আমি শুনেছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host