ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি কালো রঙের এক্স-নোহা গাড়ি আটক করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ইসলামপুর সরকারি প্রাইমারি স্কুল রোড এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় গাড়ির ভেতর থেকে নয় প্রকারের মোট ১,৮৩০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি রতন শেখ বলেন, “অভিযানে আমি নিজে উপস্থিত ছিলাম। গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন, এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কোম্পানীগঞ্জ থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী বা চক্রের সদস্যরা ছাড় পাবে না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা বাড়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host