ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
দিরাই প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দিরাই উপজেলার আজমল কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমি দিরাই-শাল্লা আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল তখন নাছির উদ্দিন চৌধুরীকে প্রার্থী করে, আমি তার সঙ্গে মাঠে কাজ করেছি। আওয়ামী লীগের রাতের ভোটে আমরা পরাজিত হলেও রাজনীতি ছাড়িনি। নাছির চৌধুরীর নেতৃত্বে রাজপথে সক্রিয় থেকেছি।”
তিনি আরও বলেন, “করোনা মহামারী ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় আমি দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের কারাগারে থাকা নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি এবং তাদের পরিবারের খোঁজ নিয়েছি। বর্তমানে নাছির চৌধুরী অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছেন, তাই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”
আজমল হোসেন চৌধুরী বলেন, “নাছির চৌধুরী এ এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা। যদি কোনো কারণে দল তাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি মনোনয়ন পাবÑসে লক্ষ্যেই কাজ করছি। তবে যিনিই ধানের শীষের প্রার্থী হোন না কেন, আমরা সবাই একসাথে তার বিজয় নিশ্চিত করব।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসাইন, মোশাহিদ সরদার, সৈদুর রহমান তালুকদার, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, জীবন সূত্রধর, দিপু বনিক, ওবায়দুল হক, মাইদুল ইসলাম সোহাগ ও ইয়াহিযা লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host