ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি, পথসভা এবং সিলেট-২ আসনে দলের সংসদ সদস্য পদপ্রার্থী জামান সিদ্দিকীর সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ পৌরশহরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে, পথসভা অনুষ্ঠিত হয় নতুন বাজারের প্রবাসী চত্বরে।
এর আগে, উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ করেন।
ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আজমল আলী আতিকের সভাপতিত্বে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহিদুল ইসলাম রাজু, সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ সানি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাউল হক মোহন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক বুরহান আহমদ, নূরুল আমিন, ওলিউর রহমান, মিজানুর রহমান, জামাল আহমদ, আবু বকর, মইনুল ইসলাম, কিবরিয়া, আবুল খয়ের প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host