হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মাধবপুর মনতলা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশাররফ হোসেন উপজেলার বহড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের নাবালক মিয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ-উলা জানান, ৪ আগস্ট ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন মোশাররফ। বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ সন্ত্রাসী গ্রুপকে সংগঠিত করার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

উল্লেখ্য, বহর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে চলে যান। এরপর যুবলীগ নেতা মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর