ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সংগঠনের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এইচ শাহীনের পরিচালনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম নির্বাহী সম্পাদক দৈনিক হলি সিলেট ও এটিএন বাংলা ইউকে-প্রতিনিধি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সিকন্দর আলী উপদেষ্টা সিলেট জেলা বিএনপি,
হাজী আব্দুল মান্নান সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, হাজী আবুল বশর সহসভাপতি উপজেলা বিএনপি, বশির আহমদ ভারপ্রাপ্ত সভাপতি ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি রপ্তানিকারক গ্রুপ, আহমদ শাহনেওয়াজ লিটন বিএনপি নেতা, এএফএম শাহিদুল ইসলাম ব্যবস্থাপক (এসপিও) বাংলাদেশ কৃষি ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা, কামরুল হাসান জুলহাস প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি (এসইউজে), সৈয়দ আকরাম আল সাদ্দাম সাধারণ সম্পাদক (এসইউজে), সাজ্জাদ আহমেদ সাজু অর্থ সম্পাদক (এসইউজি) সিলেট, রাশেদুল ইসলাম সম্পাদক ও প্রকাশক দৈনিক মর্নিং পোস্ট, আবুল খায়ের সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটি, রিপন আহমদ সভাপতি সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা, আফতাব আলী ভারপ্রাপ্ত প্রশি লামনীগাঁও সপ্রাবি, আব্দুর রউফ সশি জালিয়ারপার সপ্রাবি, হাফিজ মাওলানা আব্দুল মুখিত অধ্যক্ষ ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা, শামসুদ্দিন আহমেদ জেলা প্রতিনিধি,উছমান খাঁ বানিজ্য বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি, এলাইচ আহমেদ বিএনপি নেতা ও সাবেক মেম্বার, এ কে আজাদ সদস্য বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখা, আজাদুর রহমান প্রিন্সিপাল বিয়াম ল্যাবরেটরী স্কুল, মোহাম্মদ ইয়াসিন আলী ও ইসমাইল আলী বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদ জালাল উদ্দিন, মোঃ সোনা মিয়া, নাসির মিয়া ও নাসির খাঁ শিল্প ও ব্যবস্থাপনাবিষয়ক উদ্যোক্তা প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে উপজেলার সমস্যা, সম্ভাবনা, অগ্রগতি ও উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের এক বিশেষ অংশে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানার ১০ জন ছাত্রকে সংগঠনের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ হাদিয়া দেওয়া হয়। হাদিয়া প্রাপ্ত শিক্ষার্থীরা হলেনÑ উসমান গনি, সজীব আহমেদ, আব্দুল্লাহ, ত্বাহা হুসাইন, আবু বক্কর, জুবায়ের আহমেদ, শরীফ আহমেদ, আখলাকুর রহমান, নূর মোহাম্মদ ও আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠান শেষে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যদের মধ্যে স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host