ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে “তারুণ্যের উৎসব ২০২৫” ও গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জের শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল তাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ও সামাজিক সুরক্ষা বিজ-এর প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল, বিজের সুনামগঞ্জ সদর উপজেলা শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ,
স্কুল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. আশিক মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চুড়খাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, শিবপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইনাতনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার, মাহমুদপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরনা বেগম, চন্দ্রপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সূত্রধর, নোয়াগাঁও-২ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম, এবং ডুংরিয়া নোয়াগাঁও-১ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকমান, ধৈলমনসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, শিবপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামত উল্লাহ কয়েস, সেবা রানী দাস ও সম্পা রানী দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ২৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host