ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
তফশিল ঘোষিত ধার্য্য তারিখে হচ্ছে না সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিতে হাইকোর্টের আদেশের কপি বৃহস্পতিবার এসে পৌঁছায়নি নির্বাচন কমিশনের কাছে। ফলে আগামী ১ নভেম্বর শনিবার সিলেট চেম্বারের নির্বাচন হচ্ছে না।
বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
আদালতের নির্দেশনা আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে সিলেট চেম্বারের নির্বাচনের স্থগিতাদেশ বুধবার খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
বুধবার এমনটি জানান রিটকারী সিলেট চেম্বার নির্বাচনের সভাপতি প্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ।
বুধবার রাতের সংবাদ সম্মেলন করে ১ নভেম্বরই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বাধিন সিলেট সম্মিলিত ব্যাবসায়ী পরিষদ।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
তবে গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host